রবিবার, ৮ মার্চ, ২০১৫

কম্পিউটার মাউসের আবিষ্কারক ডগলাস ইঙ্গেলবার্ট আর নেই

কম্পিউটার মাউসের আবিষ্কারক ডগলাস ইঙ্গেলবার্ট আর নেই

  ডগলাস ইঙ্গেলবার্ট
 কম্পিউটার মাউসের আবিষ্কারক ডগলাস ইঙ্গেলবার্ট ৮৮ বছর বয়সে মারা গেছেন। আমেরিকার অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে ১৯২৫ সালের ৩০ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারা বাবা ছিলেন রেডিও মেকানিক এবং মা ছিলেন গৃহবধূ।

১৯৬০-এর দশকে প্রথম তিনি মাউস আবিষ্কার করেন। তার তৈরি প্রথম মাউসের বাইরে অংশটি কাঠের তৈরি ছিল এবং এর ভেতরে দু’টি ধাতব চাকা বসানো ছিল। মাউসটি তিনি নিজ নামে প্যাটেন্টও করেছিলেন।

এ সত্ত্বেও যুগান্তকারী আবিষ্কারের মধ্যদিয়ে অর্থ উপার্জন করতে পারেননি তিনি। মাউসের ব্যাপক ব্যবহার শুরুর আগেই অর্থাত ১৯৮৭ সালে তার প্যাটেন্টের মেয়াদ শেষ হয়ে যায়।

এ ছাড়া, ই-মেইল আদান প্রদান, ওয়ার্ড প্রসেসিং এবং ভিডিও টেলিকনফারেন্স নিয়েও উল্লেখযোগ্য কাজ করেছেন তিনি। এসব বিষয়ে তিনি গবেষণা করেছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটে।

১৯৬৮ সালে সান ফ্রান্সিসকোতে প্রথম তিনি মাউসের ব্যবহার দেখান। এ প্রদর্শনীতেই তিনি টেলিকনফারেন্সের বিষয়টিও তুলে ধরেন।

দীর্ঘ রোগ ভোগের পর মঙ্গলবার রাতে ঘুমের মধ্যে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন তার মেয়ে ক্রিস্টিনা।#

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন