অনলাইনে বিনা মূল্যে ৩২ গিগাবাইট জায়গা! + শীর্ষ দশটি ক্লাউড স্টোরেজ
ক্লাউড স্টোরেজ এখন ব্যবহার করে সকলেই। সকলেই ক্লাউড স্টোরেজের অনেক সাইট ব্যবহার করেন এবং তার সম্পর্কে জানেও বটে! গত মার্চ এর জরিপে সেরা ১০ টি ক্লাউড স্টোরেজ সার্ভিসের তালিকা প্রকাশ হয়েছিল। তাই আপনাদের সাথে শেয়ার করে বসলাম। নরমাল শেয়ারিং সাইট এবং ক্লাউড সাইট গুলর মধ্যে অনেক পার্থক্য আছে। সবচেয়ে বড় ব্যাপার হল ক্লাউড স্টোরেজ সার্ভিস প্রটোকল https:// রয়েছে, কিন্তু সাধারণ শেয়ারিং সাইটে সাধারণত http:// পাওয়া যায়। এছাড়া, ক্লাউড স্টোরেজ সার্ভিসগুলো Verified SSL Server Certificate থাকে। ফলে আপনি আপনার ফাইল স্টোরেজ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। আর পোস্ট ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ইন্টারনেটে ফাইল সংরক্ষণ করার নানা ধরনের সেবা রয়েছে। এসব সেবা ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে বিশেষ অ্যাপ্লিকেশনের মাধ্যমেও ফাইল সংরক্ষণ ও ব্যবহার করা যায়। বিনা মূল্যে দেওয়া সেবার মধ্যে জনপ্রিয়তার তালিকায় রয়েছে ড্রপবক্স। তবে বিনা মূল্যে ড্রপবক্সে পাওয়া যায় মাত্র ২ গিগাবাইট জায়গা।
সম্প্রতি চালু হয়েছে কপি ডট কম নামের নতুন সেবা। এতে বিনা মূল্যে জায়গা পাওয়া যাবে
৫+২৭= ৩২গিগাবাইট।
লিঙ্কঃ Sign Up Link
01: https://copy.com?r=k2T8Rx
02: https://copy.com?r=eIbI8n
03: https://copy.com?r=9OrON2
04: https://copy.com?r=TuTopt
05: https://copy.com?r=NsLE0c
06: https://copy.com?r=myVsXA
07: https://copy.com?r=J8an2s
08: https://copy.com?r=xDFIG9
09: https://copy.com?r=LbVbJi
_________________________________
আরও কিছু সুবিধাঃ
শুধু ৫ গিগাবাইট জায়গাই নয়, নতুন চালু হওয়ায় আরও বেশ কিছু সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।শুরুতে যাঁরা নিবন্ধন করবেন, তাঁরা ৫ গিগাবাইট জায়গা পাবেন। আর ব্যবহারকারী যদি তাঁদের পরিচিত বা অপরিচিত কাউকে নিজের অ্যাকাউন্টের আওতায় রেফারেন্স লিংক থেকে নতুন অ্যাকাউন্ট খোলাতে পারেন, তাহলে পাবেন আরও ৫ গিগাবাইট জায়গা। এ ছাড়া ব্যবহারকারী যদি তাঁর টুইটার অ্যাকাউন্টে কপি ডট কমের একটি বার্তা টুইট করেন, তাহলে আরও ২ গিগাবাইট জায়গা বিনা মূল্যে ব্যবহারের সুযোগ পাবেন। অর্থাৎ, সব মিলিয়ে নতুন অফারের আওতায় একজন ব্যবহারকারী ৩২গিগাবাইট জায়গা ব্যবহার করতে পারবেন।
কোনও প্রকার বানান ভুল হলে ক্ষমা করে দিবেন । পোস্ট টি ভাল লাগলে আমার fb page টা একবার পরিদর্শন করে আসুন ।
লিঙ্কঃ https://www.facebook.com/LearnFreelancingandOdesk
শীর্ষ দশটি ক্লাউড স্টোরেজ
১. গুগল ড্রাইভ (drive.google.com)
২. ড্রপবক্স (www.dropbox.com)
৩. স্কাইড্রাইভ (skydrive.live.com)
৪. আইক্লাউড (www.icloud.com)
৫. অ্যামাজন ক্লাউড (www.amazon.com/gp/drive)
৬. সুগারসিংক (www.sugarsync.com)
৭. উবুন্টু ওয়ান (one.ubuntu.com)
৮. বক্স (www.box.com)
৯. মেগা (mega.conz)
১০. কপি (www.copy.com)
//
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন